চলো

“ঘুমোও তুমি, ঘুমোও তুমি” বলছে না কেউ হঠাৎ করে?
কেউ আমাকে ডাকছে না আর, আসতে বলে অনেক ভোরে?
এসব কথা ভাবতে ভাবতে সূর্যিমামার উদয় হয়
“এক্কেবারে মরেই যাব”, এই ভাবনারই হয় ভয়!
অনেক ভোরে আলতো পায়ে ঘাস মাড়িয়ে যেতে চাই
এই শহরের হট্টগোলে চলো বসে ফুসকা খাই।
গড়ুক বেলা, পড়ন্ত দিন, কে কার হিসেব নিচ্ছে আজ?
শহর জুরে হরতালেতে তোমার জন্য নেইযে কাজ।

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা