জলদস্যু

সুনীল গঙ্গোপাধ্যায় আমার অনেক পছন্দের একজন লেখক। গতকাল রাতে আমি শিশু কিশোরদের জন্য তার লেখা জলদস্যু উপন্যাসটি পড়লাম। দুর্দান্ত। উপন্যাসটির পটভূমি সেই মোঘল আমলের। আওরঙ্গজেব তখন বাদশা। শায়েস্তা খান তখন ঢাকায়। কাহিনীর শুরু সুন্দরবন এলাকার এক গ্রাম থেকে। সেই গ্রামে এক রাতে ওলন্দাজ একদল ডাকাত হামলা করে গ্রামবাসীদের ধরে নিয়ে যায় কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়ার জন্য। এবং কিভাবে তারা আবার ফিরে আসে তার টান টান উত্তেজনাময় ঘটনা।

বইটিতে ইতিহাসকে অনেকাংশেই আলোকিত করা হয়েছে। তবে সবচেয়ে পছন্দ হয়েছে শব্দের বুৎপত্তিমূলক আলোচনায়। বিভিন্ন শব্দ কিভাবে বাংলা ভাষায় ঢুকে গেল তার একট চমৎকার আলোচনা আছে উপন্যাসটিতে। বইটি পড়া যায় যে যে কা রনেঃ

১. ইতিহাস অনেকভাবে আকৃষ্ট করবে। এ থেকে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার ইচ্ছে হতে পারে।

২. শিশু কিশোরদের জন্য লেখা তাই ভাষার গাঁথুনি অনেক প্রাঞ্জল।

৩. অনেক সুন্দর বাঁধাই এবং মুদ্রণ।

বইটিতে যে বিষয়টি খারাপ লেগেছেঃ

১. অনেক জায়গায় অনেক বেশি ভায়োলেন্সের বর্ণনা দেয়া হয়েছে। যা ইচ্ছে করলেই কমিয়ে আনা যেত।

তবে মোটের উপরে উপন্যাসটি পড়ে অনেক আনন্দ পেয়েছি। বইটির বিস্তারিতঃ

নামঃ জলদস্যু

লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়

ধরনঃ উপন্যাস (আনন্দ কিশোর কাহিনী সিরিজ)

প্রকাশক এবং পরিবেশকঃ আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড

মূল্যঃ ৪০ রুপি (৬৫টাকা)

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা