তুমি নেই তাই অদ্ভুত পত্রলেখা
মনের পাতায় অফুরন্ত কালি
লিখে যাই, যাই লিখে আয়ু
নির্জন বেদনার কালে, লিখে চলি সমস্ত গোধূলী;
তুমি নেই তাই ঝরে পড়ে পাতা
হাহাকারে, নিরাকারে, টুপটাপ জোৎস্না
নেই বলেই দীর্ঘ চিঠিগুলো জমে থাকে
এক হৃদয় ভালোবেসে এপিটাফে জমে থাকে
অজস্র বর্ণমালা;
যদি ফিরে আসো, পড়ে নিও
একটার পর একটা বর্ণজুড়ে আমাকে আবিষ্কার করো।
//**// ধানমন্ডি, ঢাকা।