তুমি বড় মধুর ব্যাধি প্রতিটি কবিতায়, গানে ঘুরে

তুমি বড় মধুর ব্যাধি
প্রতিটি কবিতায়, গানে
ঘুরে ফিরে একই প্রস্তাব
আমি মানি আর সে জানে;
জানে বলেই এ আকাশ ধুষর
সকালের শুদ্ধতা অশুচির মতো
শীতল রাত উষ্ণতা হারিয়ে ক্লান্ত
বিছানায় গত বরষার ফেলে যাওয়া চুল
যত্নে পড়ে থাকা এক গুচ্ছ শুকনো কদম ফুল
হা এর আকার বড় দীর্ঘ
এ ব্যাধি অসম্ভবের মতো
তুমি নেই, তাই আছ
আছ বলেই কবিতা আছে
কবিতা মানেই তুমি।
–ইন্দিরা রোড, ঢাকা।

Related posts

Meghdol

The Benefits of Investing in a Quality Hi-Fi System

Imagine Dragons Night

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More