তোমার ভালোবাসা মানেই
আমার মৃত্যু।
সবত্র আমাকে খুঁজে ফেরা।
তোমার শিয়রের কাছের উন্মুক্ত জানালা
শিরশিরে হীমেল হাওয়া
স্মৃতির বর্ষার মতো শেষ একটা জলজ ঝাপ্টা-
সবকিছু উপেক্ষা করে আমার ছায়া
তোমার চোখের জল
ভাবনায় থাকা আমার কফিন
কফিনের উপর তোমার আছড়ে পরা
কান্নার মতো ভালোবাসা;
অনিয়ন্ত্রিত তুমি, তোমার বিছানার উপর পরে থাকা
গত বরষার ছায়া।
প্রিয় মৃত্যু, তুমি স্বাক্ষী থেক।
**//** ধানমন্ডি, ঢাকা।