দুখের কথা যদি জিজ্ঞেস করেন, তবে কী আর যায়রে বলা সহজে! অথচ সহজ কথাটার লেজ গজিয়ে আস্ত একটা ডাইনোসর বানিয়ে অবলীলায় নিজের লেজটা লুকিয়ে ফেলি, মানে ওই দুখের লেজের কথাই বলছি। কী ক্ষতি হয় যদি বলে ফেলি আমার একটা দু:খ আছে। নাদুস-নুদুস দু:খ। পারি না, পারি-নাগো সহিতে, এ ব্যাথা বহিতে, আরো কিছুদিন না হয় সাথে রহিতে!