নিশ্চল আয়ু

Photo by David Alberto Carmona Coto on Pexels.com

ডুবে গেছে চাঁদ
আঁধারে আঁধার জমে আছে
বড় নিশুত রাত
জেগে আছি, বড় বেদনা বাজে
নিশ্চল আয়ূ-
লিখে গেছি না জানা যুবকের দল
দূরে সাইরেন আসে
প্রতিরাতে এই শহরে লাশবাহি গাড়িগুলো
বিলাপ করে
আমরা যাত্রী ক’জন
হাতে হাত রেখে বৃথা ক্রন্দন-
থামে নাই ঘড়ি,
রেখে গেছে বেদনার মিহিন চাদর;
পাঞ্জাবীর দুহাত, কত রাত
চোখের জল মুঝে হয়ে গেল পার
নেই যেন, কী নেই, কী নেই, কী নেই
কীসের প্রলাপ এখন এই ঘরে?
তারপরেও নিজেরে আবিষ্কার করে
এক একটা লাশ
ভাবনাহীন সময়ের মাঝে কিছুটা উদাস।

**//** ধানমন্ডি, ঢাকা

 

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা