প্রতিটি নদীর অববাহিকায়
আমরা ছিলাম, আছি
প্রতিটি উৎপাদিত শস্যকণায়
জন্ম-জন্মান্তরে বাঁচি।
তুমি আমি ঘাসেতে, জলেতে
অন্তরীক্ষে – পাখির মতো – মাছের মতো
বিচরণ করি আর
সৃষ্টির রহস্য সৃষ্টিতে ব্যাকুল;
আমাদের শরীরে আজ সহস্র জন
বয়ে চলে তোমার আমার জীবন।
ভালোবাসা একেই বলি
সমান্তরালে চলি
মৃত সব জনপদে তোমায় আমায় আবিষ্কার করি।
**//** ধানমন্ডি, ঢাকা।