প্রভু, আমি এ দেশের রাজনৈতিক স্খলন দেখে দেখে আর উত্তেজিত হই না. অনেক কাল পরে আজকে অনেক উত্তেজনার একটা দিন. শিরায় শিরায় আজকে কিছু একটা বয়ে যাচ্ছে, স্বপ্নের মতন. এই দেশের একটা ছোট্ট একটা আগুনের ফুলকি প্রয়োজন সামনে এগিয়ে যাওয়ার জন্য. আজকের দিনে একটা বিজয় দাও প্রভু, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়. বিজয়ের মাসে আর একটা বিজয় দিয়ে দাও. সামনে যেতে হবে বহুদুর.