ফেইসবুক বন্ধ হওয়ার কারনটা আবিষ্কার করেছি। ইনাম আল হক এবং সজল খালেদ মুসা ইব্রাহীমের নামে দেশবাসীর কাছে যে অপপ্রচার করেছে এবং ফেসবুকে যেভাবে তারা গালি খেয়েছে তা সহ্য করতে না পেরে তদবির করে ফেইসবুক বন্ধ করা হয়। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি বিভিন্ন মহলের পা চাটাচাটি করার ব্যপারে এ দুই গাধার প্রতিভা ভালো। বস্তুদ্বয় এখন মিডিয়ার পা চাটার চেষ্টা করছে। কিন্তু মিডিয়াওয়ালারা তাহাদের নেংটা অংশটা দেখে ফেলেছে।