বারবার দেখার একটা ছবি। এর আগে কতবার দেখেছি বলতে পারব না। সত্যজিৎ রায়, রায় পরিবারের শেষ রায় (তার ছেলেকে আমার ঠিক পছন্দ না)। জীবনে কিছু সময় আসে তখন বেঁচে থাকার নিমিত্ত চিন্তা করতে হয়। তুমি তোমার সৃষ্টি কর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি করি না। সঙ্গীত কিংবা ভালো চলচ্চিত্রকে নিমিত্ত করেই হয়তো কাটিয়ে দিতে পারব আগামীর শত বর্ষ। বেঁচে থাকাটা বেশ আরামের একটা ব্যাপার। খারাপ না।
**//** ধানমন্ডি ৭, ঢাকা।