যখন লজিক্যালি ক্ষুধা লাগে না তখন মনে হয় জগৎ সংসার কিছুটা বিচ্ছিন্ন থাকে। জগতের অবস্থা আর নাই বলি তবে সংসার টা ঠিক করে উঠতে পারি নাই। মানে তিন তিন বার বিবাহ করেও ঠিক শিখতে পারলাম না।
তাই পরিশেষে বলা যায়, আমি এই ধর্ম পালনের জন্য উপযুক্ত ব্যাক্তি নই। তাই বলতে বাঁধা নেই এই বেশ ভাল আছি। আহা কী আনন্দ আকাশে বাতাসে। দিনে দিনে আকাশের মানে বুঝতে পারছি। প্রতিটি মানুষ তার আকাশের সমান বড়। অথচ বার বার ঠিক অপরাধের জন্য শাস্তি পেলাম না। বার বার ভুল সময়ে ভুল কিছু দৃশ্যের ভুল ব্যাখ্যায় পরাজিত হই। কী হল তাতে! সংশপ্তক হয়ে থাকব। তবে আর যাই হোক আমার বেলতলার উপাখ্যান সমাপ্ত।
লিখব আর লিখব। কাজ করব যা করছি। হ্যাপি নিউ ইয়ার ডুড।