যাঁরা যাঁরা আমার কাছে বই চেয়ে আমাকে লজ্জা দিয়েছেন এবং নিজেরাও লজ্জা পেয়েছেন তাদের জন্য এই পোস্ট। ধন্যবাদ লতিব্বাই Latif Hossain. আপনার জন্য আজ আমি স্বস্তিতে আছি। আমার আন্ডারওয়্যার আজ অবমুক্ত। এখন রোদে শুকাচ্ছি।
এই ছবিটি নিরিখ করে দেখা যায় আমার নিজেরই এখন অনেক বই দরকার। তাই যেসকল বই প্রেমিক এবং প্রেমিকারা আমার থেকে বই ধার নিয়েছেন, দয়াকরে বইগুলো ফেরত দিন। আপনাদের বই প্রেম উজ্জ্বল থাকুক কিন্তু আমাকে ছ্যাকা দিয়ে নয়। আমার বউয়ের থেকে বই অনেক প্রিয়, এটা মনে হয় ব্যাখ্যা করার কিছু নেই।