শুয়োপোকা প্রবীণ হয়,
তারপরে গুটিয়ে নেয় বা গুটির ভিতরে সুন্দরের স্বপ্ন দেখে,
আকাশে উড়ে, প্রজাপতির বিশার ডানা;
শুয়োপোকা ভয় পাই, প্রজাপতির প্রতি ভালোবাসা
মিলনের চিরসুন্দর প্রতীক।
হে অগ্রজ রাজনৈতিক
আকাশ অনেক মহান, নীলের দিগন্ত মিশে থাকা স্মৃতি
তোমাদের মনের প্রজাপতি এইবেলা
আমাদের স্বপ্নের আকাশে উড়াও।