“সূর্যোদয়ের রাগে গান ধরে ভীমসেন যোশী
কোমল রেখাবটাকে ভাবলেন দারুণ-রূপসী।
প্রবীণ প্রেমিক যেন স্মৃতির গহনে দিয়ে ডুব
কণ্ঠে ছুঁলেন ভোরে যোগিয়ায় রেখাবের রূপ।
কণ্ঠের ছোঁয়া লেগে সকালের কোমল ঋষভ
শিউরে উঠল পেয়ে ভুলে যাওয়া যত অনুভব।
মনে পড়ে গেল তার অতীতে এমনই রাতশেষে
খেলেছে সে কাবেরীর নদীজলে বালিকার বেশে।
আনমনা মেয়েটি ভাসিয়েছিল পরিচিত ফুল
আর কেউ না দেখুক দেখছেন কাজী নজরুল।
বিগত সে দৃশ্যেই হয়তো বা ফেরার প্রয়াসী
রেখাবের রঙে রঙে একাকার ভীমসেন যোশী।”
———————-সুমন কেন এত ভালো লাগে?
http://nagorikkobiyal.com/রেখাবের-রূপ/