হারিয়ে গেছে ছেলেবেলা

যতই দেখাও ছন্দ মনের, হাজার রকম চারুকলা
যতই শেখাও বুলি তোমার, রঙ-বেরঙের কথাবলা
মেঘের পড়ে মেঘ উড়বে, স্বপ্নতুলি হাতে একলা
হঠাত্‍ মনে পড়বে তোমার, হারিয়ে গেছে ছেলেবেলা।

 

ব্যস্ততম শহর কিংবা নিরালা দূপুর গাঁয়ের পথে
বেরাও ঘুরে খুঁজতে গল্প রঙিন কোনও স্ব্প্নরথে
ক্লান্তও যখন গানের কথা শ্রান্ত শরীর পথচলা
হঠাত্‍ মনে পড়বে তোমার হারিয়ে গেছে ছেলেবেলা।

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা