আমাকে ছুঁয়ে ছুঁয়ে, কেন তবু মন বুঝ না

Photo by Pixabay on Pexels.com

এই গান অনেক আগে লেখা। আজকে সামান্য কিছু কথা পরিবর্তন করলাম। সুরে একটু ঝামেলা হয়েছে। প্রথম যখন সুর করেছিলাম, তা ছিল ৭ মাত্রায়। রূপক তালে। কাল রাতে গাইতে দিয়ে দেখি স্থায়ী টা দাদরা বানিয়ে ফেলেছি। সকালে ৬ মাত্রাকে ৭ মাত্রা করলাম। এখন বেশ ভাল হয়েছে। সময় পেলে এটা কাউকে দিয়ে রেকর্ড করে ফেলব। নারী কণ্ঠের কেউ আগ্রহী হলে জানান দেন।

সামনে দেখ না
অমন চেও না
আমাকে ছুঁয়ে ছুঁয়ে, কেন
তবু মন বুঝ না।

রাতের আকাশ কালো তবু
তারারা দেয় না ফাঁকি
মনের কথা বলতে কেন
এমন আঁকি বুকি?
এ জীবনে বলতে চাওয়া
অনেক আশা অনেক পাওয়া
হিসেব করে কেন তুমি একটু দেখ না..
আমাকে ছুঁয়ে ছুঁয়ে, কেন
তবু মন বুঝ না।

জীবন চলার রঙিন পথে
কিছু সুখে, অগ্নি রথে
পাশাপাশি হৃদয় রেখে
আমি তোমার প্রাণের মাঝেই ছিলাম
কোন বিষাদের ঝড়ের তোড়ে
তোমার আড়াল হলাম?
আমি তোমার চলার সাথী
ভুলে যেও না
আমাকে ছুঁয়ে ছুঁয়ে, কেন
তবু মন বুঝ না।

Related posts

আর একটি গান

পলক পড়ুক চোখে

মাত্র লেখা একটা গান, সুর করছি এখন