আমার লেখা, সুর করা একটি গান

সামনে দেখ না, অমন চেও না
আমাক ছুঁয়ে ছুঁয়ে কেন তবু
মন বুঋ না?

রাতের আকাশ কালো তবু
তারারা দেয় না ফাঁকি
মনের কথা বলতে কেন
এমন আঁকি বুকি?
এ জীবনে বলতে চাওয়া
অনেক আশা, অনেক পাওয়া
হিসেব করে কেন তুমি একটু দেখ না?
আমাকে ছুঁয়ে ছুঁয়ে কেন তবু
মন বুঝ না?

জীবন এখন ছোট্ট নদী
অল্প জলের ধারা
একটু স্রোতে তুমি কেন
এমন দিশেহারা?
আসুক বন্যা আসুক প্লাবন
দেখ আমায়, তোমার আপন
একসাথে লড়ব বিপদ এটাও জান না?
আমাকে ছুয়ে ছুয়ে কেন তবু
মন বুঝ না?

জীবন যুদ্ধে তুমি আমি
একের জন্য দুই
সামনে আছে অনন্ত ভোর
দুখের প্রশ্ন কই?
দুজন মানুষ একটা জীবন কেন বুঝ না?
আমাকে ছুঁয়ে ছুঁয়ে কেন তবু
মন বুঝ না?

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা