বিমূর্ত এই রাত্রী আমার

আমার অনেক প্রিয় একটি গান। গানটা প্রথম কবে শুনেছি এটা বলতে পারব না যেমন ভাবে আমি বলতে পারিনা আমি প্রথম কবে গান গাওয়া শুরু করেছি। অবসরে, ক্লান্তিতে, ফুর্তিতে আমি গান গাই। গান গাই যখন কষ্টে থাকি, যখন স্বপ্ন দেখি। আসলে আমার সময়গুলো গানময়। গানে গানে কাটে সারাসময়। এখন পর্যন্ত যে গানগুলি আমি সর্বাধিকবার শুনেছি এ’টি তাদের একটি। গানটির গীতিকার কে আমি জানি না তবে সুরকার ভূপেন হাজারিকা (সম্ভবত)। গানটির দু’টা ভার্সন আছে। একটি ভূপেন হাজারিকার গাওয়া অন্যটি আবিদা সুলতানার (সঞ্চারি অংশটুকু)। আমি দুটি ভার্সন শুনে গানটি এখানে পোস্ট করলাম। অনেকেই হয়তো খুঁজে থাকবেন।

আমার এক বন্ধুর এই গানটি অনেক প্রিয়। এই গানের কথা উঠলেই ও বলত এটার চরম একটা ভিডিও বানাবে। আমি হাসতাম। আমার বন্ধুটি কিছুদিন আগে বিয়ে করেছে। তার রাত্রিগুলোন বিমূর্ত হয়ে থাক সারা জীবন। এইতো জীবনের গান! দিহান এই গানটা তোমার জন্য।

মূল অসমীয়া কথা ও সুর: ভূপেন হাজারিকা
বাংলা অনুবাদ: শিব্‌দাস বন্দোপাধ্যায়
কন্ঠ: আবিদা সুলতানা
ছবি: সীমানা পেরিয়ে

বিমূর্ত এই রাত্রী আমার,
মৌনতার সুতোয় বোনা
একটি রঙিন চাদর;
সেই চাদরের ভাজে ভাজে
নিশ্বাসেরি ছোঁয়া
আছে ভালোবাসা আদর।

কামনার গোলাপ রাঙা
সুন্দরী এই রাত্রীতে
নিরব মনের বরষা
আনে শ্রাবন ভাদর
সেই বরষার ঝড়ঝড়
নিশ্বাসের ছোঁয়া
আর ভালোবাসা আদর।

ঝরে পরে ফুলের মতোন
মিষ্টি কথার প্রতিধ্বনি
ঝরায় আতর
যেন ঝরায় আতর
পরিধিবিহীন সঙ্গম
মুখে নির্মল অধর
কম্পন কাতর;
নিয়ম ভাঙার নিয়মে যে
থাকনা বাঁধার পাথর
কোমল আঘাত প্রতি আঘাত
রাত্রী নিথর কাতর।

দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রক্ষেপ নেই পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর
সেই সাগরের ছ্রোতে আছে
নিশ্বাসেরি ছোঁয়া
আর ভালোবাসা আদর।

Related posts

Few Photographers Together

Got all my collected paintings and photographs in Mounts

Harry Potter again

8 comments

রনি পারভেজ October 15, 2010 - 12:16 pm
আমারও অনেক প্রিয় একটা গান এটা। গ্রামে থাকার সময় রেডিওতে শুনতাম। এখন আর শোনা হয়না তেমন একটা। আপনার বন্ধুর জন্য শুভকামনা।
nirjhar October 15, 2010 - 12:17 pm
আপনাকে ধন্যবাদ। গানটার কথাগুলোন অনেক ভালো।
mithu October 16, 2010 - 2:40 pm
গান এর লিরিক্স দিলে অডিও লিঙ্ক টাও দিতে হয়, এইটা নেট ভদ্রতা! :)
nirjhar October 16, 2010 - 3:11 pm
দিতে পারতাম কিন্তু এই গানটার কপিরাইট আমার না। তাই দিতে পারি নাই।
mithu October 16, 2010 - 3:30 pm
দূগিম। আপ্লোড করতে কই নাই তো। Esnips/Murchona/... এর কোন লিঙ্ক দেয়া যায়। সেক্ষেত্রে কি কপিরাইট লঙ্ঘন হয়? :S
nirjhar October 17, 2010 - 12:52 am
হ্যা হয়।
TRIVUz October 16, 2010 - 6:18 pm
চমৎকার একটা গান... এমপিথ্রিটা নাই সংগ্রহে। মাঝে মাঝে পাশের রুমে টিভিতে হলে দেখতে যাই।
nirjhar October 17, 2010 - 12:38 am
অবশ্যই। এ গানটা কখনই হারিয়ে যাবে না।
Add Comment