সেদিন সূর্যাস্তের আগে আগে মেঘ করে এসেছিল

Photo by Tatiana Fet on Pexels.com

সেদিন সূর্যাস্তের আগে আগে মেঘ করে এসেছিল। ছাদে উঠেছিলাম। দেখি দূরে বৃষ্টি হচ্ছে। হুট করে পৃথিবী নামক গ্রহটিকে অচেনা মনে হল। একটা ঘোরলাগা পরাবাস্তবতায় নিজেকে আবিষ্কার করলাম। গোধূলি লগনে মেঘ থেকে বৃষ্টি।

বৃষ্টি নামার ঠিক আগের সময়টা আমার বরাবরের প্রিয়। ছোটবেলায় আকাশ কালো হয়ে যখন বৃষ্টি নামত, বাড়ির পিছনে মানে ফুলকুমার নদীর দিকটায় চলে যেতাম। শুধু আকাশ দেখতে। হাই কনট্রাস্ট সেই আলো ধরতেই ফটোগ্রাফির চেষ্টা শুরু। ফটোগ্রাফি শুরু করেছিলাম ১৯৮৭ সাল থেকে। আমার বয়স তখন ছিল ৭।

এই ছবিটা ধানমন্ডি থেকে তোলা।

Canon R5, RF15-35mm

Related posts

আজকে আবার বৃষ্টি এলো, এই শহরে

হ্যাপি নিউ ইয়ার ২০২২

Parsha Jenifa