কেমন করে হারিয়ে গেলে

Photo by Photography Maghradze PH on Pexels.com

কেমন করে হারিয়ে গেলে
যখন আকাশ কালো হলো
আবার পশলা পশলা করে
আমায় এখন ভাসিয়ে দিল!

জোৎস্না মাখার আহ্লাদী মন
তোমার যেমন, আমার তেমন
এই সময়ের একটা ঘুড়ি
সুতোয় বাঁধা হাতেই ছিল।

প্রান্তরের সেই সবুজ ঘাসে
একটি দুটি প্রজাপতি
আঁকছে আজো রঙীন জলে
বিসর্জনের পাল্টা গানে
একটা জীবন তোমায় ছাড়া
আস্তে আস্তে শূন্য হলো।

**//** ডেইলি স্টার, ঢাকা।

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা