মেঘের রাজ্যে, পাহাড়ের রাজ্যে এটা ছিল শেষ ছবি। গাড়ির ভেতর থেকে তোলা। কিন্তামানি’র আগ্নেয়গিরির বেল্ট দেখা যাচ্ছে মেঘের মাঝে। সকাল ৮ টার দিকে তোলা ছবিটা। আমি আবারো যাব। ছবি তুলতেই যাব। মেঘের ছায়া আমার প্রিয়। হাওয়াই মিঠাইয়ের মতো মেঘ, তুলার মতো মেঘ, কোন আইসক্রিমের মতো মেঘ। সব মেঘ আমি খাব।
মেঘেদের দেশে যাব, তাল-তাল মেঘ খাব।