Landscape from the rural Chandpur

শাহ আব্দুল করিমের গান “আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে” ঘুম থেকে উঠে শুনেই যাচ্ছি। ইউটিউবের কল্যাণে অণেক গুলো ভার্সন শোনা হয়ে গেল। ৮ই ফাগুন শেষ হয়ে গেল। ফাগুন হাওয়ায় হাওয়ায় ভেসে যাচ্ছি, কিন্তু কিছু লিখছি না। একটা ফাগুন শুরু হয়ে গেল, না লিখেই! ফাগুনের আগুনের হাহাকার নিয়ে বস থেকে থেকে আর একটা বছর হয়তো শেষ হবে, কিন্তু লেখা আর হবে না।

আপাতত এখন স্নান করে আপিসে যাই। লক্ষী আছে আসন পেতে!

**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।

**//** ছবিটা কয়েকদিন আগে তোলা। অনেক দিন গ্রামে যাই না। অনেক দিন ছবি তোলা হয় নাই। এটা সেই হাহাকারের অট্টহাসি মার্কা একটা ছবি।

Related posts

আজকে আবার বৃষ্টি এলো, এই শহরে

হ্যাপি নিউ ইয়ার ২০২২

Parsha Jenifa