মরিবার কালে

Photo by Skitterphoto on Pexels.com

তোমার তো ঘর নাই, বাড়ি নাই কোন
আসমান জমিনের ফারাক সব থানে-
অপরূপ পুষ্পের তালাশ করে শুধু
এ কেমন বিচার কও! যাইবার কালে
শুকায়ে গেল সকল শিশির! বোঝ নাই-
নাওয়ের তলায় ছিত্র ছিল তাই সকল জলের কীট
খাই খাই করে ধরে আমার শরীর।
আমার বা দোষ দিবা কীসে,
গতর ভরা মাটির গন্ধে আজ
নিঃশ্বাস মিলাইছে গিয়া বিষে।
থাকুক তোমার সব যা ছিল মরিবার কালে।

**//** আম্রমঞ্জরী, ধানমন্ডি, ঢাকা।

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা