আবারও ভাগ্নে সমাচার

Photo by Maria Lindsey Content Creator on Pexels.com

আমাদের পরিবারে অনেক গুলো বাচ্চা-কাচ্চা। আমার তিন বোনের ৪ পিস ছেলে আর চাচাতো বোনের ১ পিস। চাচাত ভাইয়ের এক মেয়ে আর নিজের মেয়ের কথা আজ থাক।

আমার এই ভাগ্নেগুলো বেশ মজাদার। আমার কাজ হচ্ছে সুযোগ পেলেই এদের ব্যাপক কামড়াকামড়ি করা। এই কর্মকাণ্ড ওদের বেশ পছন্দ। দেখা হলেই অনেক মজার মজার ঘটনা ঘটতে থাকে। বাচ্চাগুলো বেশ মজার। তবে আজকের কাহিনি আমার চাচাতো বোন ফ্লোরিনের একমাত্র ছেলেকে নিয়ে। ওর নাম ফ্রেয়ন। ফ্রেয়ন বেশ গম্ভীর একটা বাচ্চা। ফ্রেয়নের বয়স এখন ৮ বছর।

কয়েকদিন আগে ফ্রেয়ন তার মা’কে জিজ্ঞেস করেছে :
-মা, বাচ্চা কীভাবে হয়?
-পেট কেটে বাচ্চা ডক্টর বের করে।
-তাহলে বিড়ালের বাচ্চা কীভাবে হয়?
-একই ভাবে। পেট কেটে।
-বাঘের বাচ্চা ?
-সেটাও পেট কেটে বের করে।
-কিন্তু আম্মু বাঘ তো একটা হিংস্র প্রাণী। বাঘের পেট কে কাটতে যাবে?
-(আমার বোন এতোক্ষণে ঢোক গেলা শুরু করেছে) বাবা, বাঘের পেটে আল্লাহ এমনি এমনি কেটে দেয়, তখন বাচ্চা হয়।
-আচ্ছা। এমনি এমনি কেটে যায় বুঝলাম, কিন্তু সেটা সেলাই করে কে?

এই প্রশ্ন শুনে আমার বোন পুরা শেষ যাকে বলে সমাপ্ত। পুরো ঘটনা জানানোর জন্য আমাদের পরিবারের একমাত্র জ্ঞানী আমার কনিষ্ঠ ভগিনি Nadira Nourin Nishi কে ফোন করে। আশা ছিল যে ভালো কোন জবাবা পাওয়া যাবে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত সঠিক কোন উত্তর দিতে পারে নি।

আমিও কালকে থেকে ভাবছি। বাঘের পেট কে সেলাই করে?

**//** আম্রমন্জরি, ধানমন্ডি, ঢাকা।

Related posts

Got all my collected paintings and photographs in Mounts

Harry Potter again

Happy Birthday Towhed