এই ছবির কোন বিশেষ মর্যাদা নেই। সাধারণ মানের একটা ছবি। ৫০ মিলি মিটারের কাজ। কিন্তু আমার শৈশবের সঙ্গে এর একটা যোগাযোগ আছে। কত বছর পর যে এই দিগন্ত বিস্তৃত ধান খেত দেখলাম! আসলে বলতে হবে পাকা ধান খেত। পাকা ধান শুনে আবার কেউ মই দেয়ার চিন্তা করবেন না।
এই ছবিটার শিরোনাম হওয়া উচিত আমার শৈশব বেলা। ছবিটি তুলেছিলাম জামালপুরের নরুন্দি তে।