আমি এখন ক্লান্ত অনেক

আজকে সারাদিন অনেকটা ঘোরের মধ্যে কেটে গেল। ঘোর বলা ভুল। বলতে হবে অনেক কিছুতেই কেটে গেল। গত কয়েকদিন থেকে ডেটা সেন্টারের জঞ্জাল সাফ করছিলাম। আজকে ছিল শেষ দিন। নিজেদের বসানো ২৪ কোরের ফাইবার অপটিককে ওডিএফ-এ বসানো হলে আজকে। আর সব আই এস পি গুলোনকে বলা হলো আমাদের নিজেদের ব্যাম্বোতে সংযোগ করতে। আসলে এতো বেশী ক্যাবল দেখতে আর ভালো লাগছিল না। এখন অনেক ঝকঝকে লাগছে আমাদের নেটওয়ার্ক।

রাত ১২ টার পর যখন কালি-ঝুলি মাখা শরীরটা নিয়ে নেটওয়ার্কের পারফর্মমেন্স দেখা শুরু করলাম, মনটা ভালো হয়ে গেল।

সন্ধ্যের দিকটা অনেক ভালো কেটেছে। ধন্যবাদ ইমতিয়াজ মাহমুদ এবং মুস্তাক ভাই। আপনাদের জন্য এই অগোছালো সময়টা একটু ভালো কাটলো।

আর আমার বউকে ধন্যবাদ সুন্দর সুন্দর খাবারের জন্য।

 

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

প্যাঁচা এবং মঙ্গল শোভাযাত্রা

Few Photographers Together

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More