আসুন আমরা নিজেদের প্যান্ট খুলে ফেলি

শু্যটার আসিফের সংবাদ এখানেই পড়লাম। সংবাদই বটে। তবে এখানে পুলিশকে দোষ দেয়ার কিছু নেই….পুলিশের কাজ পুলিশ করেছে..কামড়……।
অনেকদিক আগে আনিসুল হকের একটি গদ্য কার্টুন পড়েছিলাম। শিরোনাম ছিল ‘যেখানে বাঘের ভয়, সেখানে আবার রাত্রি হইল’। পুলিশ কী আর জানতো যে লাল সবুজের উত্থানকারি আসিফ ছিল সে? পুলিশের কী দোষ বলুন! প্রতিদিন অনেক কিছুই তো হচ্ছে। পুলিশের আইজি কেন? সাধারণ এক কনসটেবলের শালিকার সাথেও কেউ যদি ভুলে কিছু করে বসেন তার কপালেও দুর্ভোগ নেমে আসবে। এধরণের ঘটনা প্রতিদিনই হচ্ছে। আসিফের ক্ষেত্রে হয়েছে বলে আমরা খুব বেশি আবগেত্বারিত হচ্ছি। এখন এটিকে জাতীয়করণ করে ফেলেছি।
বাঘের ভয় সবখানেই। এই দুর্যোগ কালে অন্ধকারের ঘনঘটা। তাই সন্ধ্যা সব সময়। বাঘের হাত থেকে পালাবি কোথায়!

Related posts

Brothers and Sisters

আলোকচিত্রায়ন বস্তুর চিত্রায়ন নাকি বস্তুর উপর আলোকচিত্রীর চিন্তার পরিবেশন?

যদি বলি প্রেমে পরেছি অথবা পরেছে সে!