আর কত বিষে, বলবে শেষে
থামার সময় হলো,
বলো, নাগরিক বলো
নিরাপদে মৃত্যু এবার সামনে এগিয়ে চলো।
মিছিল হবে, মৃতের সাথে মিছিল হবে মনে
নগর মানেই বিষের সাথে সহবাসটুকু জেনে
কত আর হবে মানুষ মারার অদ্ভুত লুকোচুরি
ভেজালমুক্ত খাবার খাব এই শুধু গান করি।
**//** ধানমন্ডি, ঢাকা।