কভিড এবং বাস্তবতা

যা মনে হচ্ছে এই সংকট দীর্ঘ মেয়াদি। মানুষের এতদিনের অর্জিত প্রচলিত জ্ঞান খুব একটা কাজে লাগছে না। আমার ধারণা আগামী তিন মাস সবাই চেষ্টা করবে এই দুর্যোগ ঠেকিয়ে রাখতে। কিন্তু তারপর? এই পরের অংশটা নিয়ে অনেকগুলো ভাবনা আছে। উন্নত দেশগুলো তাদের অবকাঠামোগত সুবিধার জন্য টিকে থাকবে। আর আমরা?
ভাইরাসের থেকেও ভয়ঙ্কর হবে ক্ষুধা। মানুষ একটা সময় সব উপেক্ষা করে বেড় হয়ে আসবে। তখন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, বেঁচে থাকবে। আর বাকীরা থাকবে না। কিন্তু এই দুর্যোগের পরেও ক্ষমতাবানরা, রাজনৈতিক নেতারা কিছুই শিখবে না। সেই গাধা আর সেই পানি!
তীর সামনের দিকে যেতে পিছনে গিয়ে শক্তি সঞ্চয় করে। আমাদের এখন সময় এসেছে পিছনের দিকে যাওয়ার। ঠিক এখন থেকে যদি আমাদের শিশুদের কথা না ভাবি, সামনের পৃথিবী অনেক কঠিন হয়ে যাবে। আমাদের প্রচলিত উন্নয়নের থেকে এখন জরুরী হচ্ছে নিজেদের শিক্ষা ব্যবস্থাটা ঠিক করা। মানবিক শিক্ষায় যদি আমাদের শিশুদের এখন থেকে তৈরি করতে পারি, মনে হয় এই যাত্রায় মানব সভ্যতা টিকে যাবে।
আমার বড় অস্থির লাগছে।

**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।

Related posts

প্যাঁচা এবং মঙ্গল শোভাযাত্রা

হ্যাপি নিউ ইয়ার ২০২২

সবকিছু ব্যাল্যান্স করা বেশ জরুরি