ভুল থেকে শিক্ষা নিন

একটা সময় ক্লাউডে জমানো ব্যক্তিগত স্মৃতিগুলো অনেকের মৃত্যুর কারণ হবে। প্রযুক্তির কারণে আমরা এখন অনেক কম ভুলি। অথচ ভুলে যাওয়া এবং ভুল করা দু’টোই খুব জরুরী বিষয়। একটা মানব জনমে যদি নাই ভুলি এবং নাই ভুল করি তাহলে মনে হয় জীবন পুরোটাই বৃথা। তাই যাহারা মনে করছেন কখনো ভুল করবেন না, এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল।
ভুল করুন। ভুলতে শিখুন। ভুল থেকে শিক্ষা নিন। শুভ রাত্রী।

**//** ধানমন্ডি, ঢাকা **//**

Related posts

প্যাঁচা এবং মঙ্গল শোভাযাত্রা

হ্যাপি নিউ ইয়ার ২০২২

সবকিছু ব্যাল্যান্স করা বেশ জরুরি