হৃদয়ের নদীর কাছে প্রশ্ন অনেকটুকু

প্রতিটি মোহনায় গিয়ে দেখতে হবে
জনপদগুলোর সব গল্প কেমন করে মিশে একাকার হয়ে যায়;
জানতে হবে বহমান জলরাশি কেমন করে বিচ্ছিন্নতায় মানুষকে সংরক্ষণ করে রেখেছে;
ঘোরলাগা কালে, চুপচাপ প্রাচীন সভ্যতাগুলোর কথা ভাবি
পলিমাটিতে মুছে যাওয়া সংগ্রামী মানুষের পায়ের ছাপ টিকে থাকে নি,
অথচ শাসকদের প্রাসাদ কিংবা শহর অবিচল- প্রত্নতাত্ত্বিক মুগ্ধতা।
ফুলকুমার কিংবা মেঘনা, আমার নদী ভাবনায় যে গল্প রচিত হয়
তা কেবল ক্ষয়ে যাওয়া মানুষের আয়ুরেখা-প্রতিটি মোহনার পর সঞ্চিত হয়ে আছে;
হৃদয়ের নদীর কাছে প্রশ্ন অনেকটুকু!
আর কতকাল বয়ে গেলে, ক্ষয়ে ক্ষয়ে একটা নতুন গল্প হয়ে উঠবো?

**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।

Related posts

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

মরিবার কালে

কেমন করে হারিয়ে গেলে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More