একটা জীবন খুঁজতে থাকার অপেক্ষাতে

ইদানীং কী জানি খুঁজি
বাসার প্রতিটি ড্রয়ার আলমিরা
তন্নতন্ন করে ফেলি;
যেহেতু আদতে আমি অগোছাল
এটার স্বীকৃতি ছিল সকল প্রেমিকাদের কাছে
ছিল মানে নেই, না খুঁজে পাওয়ার তালিকায় আছে;
এক-একটা ঘর তাই স্মৃতির স্তুপ-
তবুও খুঁজি, যা পাওয়ার কথা, না পেয়ে অন্য কিছু আসে
একটা সময় আবিষ্কার করি, কী খুঁজে চলেছি
ভুলে গেছি বেমালুম!
কিন্তু তবুও খুঁজতে হয়-
একটা জীবন খুঁজতে থাকার অপেক্ষাতে
অন্যভাবে আরেকটা দিন শুরু হয়।

**//** ধানমন্ডি, ঢাকা।

Related posts

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

মরিবার কালে

কেমন করে হারিয়ে গেলে