ভেসে যাই বরিষন গল্পলেখায়

বরাবর বর্ষা আসে, ভেজা কাক আর জলপাই গাছে
না ভিজে দাঁড়িয়ে থাকি, জানালার পর বিশাল আকাশে-
মূলত এখন বর্ষাকাল স্মৃতির পাতায়- না স্পর্শে, অদেখায়
তবুও কিছু সবুজ রঙের স্বপ্নে ভেসে যাই বরিষন গল্পলেখায়-

**//** ধানমন্ডি, ঢাকা।

Related posts

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

মরিবার কালে

কেমন করে হারিয়ে গেলে