ভালোবাসি তবু প্রান্তরের ঘাস

যত দূরে যাই, জীবন হাতরাই

 

পাই শুধু অংকের খেলা

যোজন বিয়োজন, হয়তো জীবন

ফিরে পাই মেলা-না’মেলা।

 

তবুও আকড়ে ধরে বাঁচিবার সাধ

ক্লীশে, অতিবার; ভয় পাই এ জীবনের

হারানো ভাণ্ডার,

রাত শেষে তবু রাতেই ফিরে যাই!  

এই যে এখন রাত্রির বেলা

আলো আঁধারির খেলা

এসময়ই বসে ভাবেন জীবনানন্দ;

যে জীবন গিয়েছে চলে বহুবার,

জন্মাবার তবুও অকস্মাৎ চারিধার

চেপে ধরে, বুকে উঠে আসে রক্তের প্রতিক্ষা!

সময়, আমার সময়,

তুমি আমার অসময়ে থুথু ফেলে যাও….

Related posts

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

মরিবার কালে

কেমন করে হারিয়ে গেলে

3 comments

Anika Shah Promi September 15, 2008 - 5:38 pm
khub dukhi dukhi kobita mone holo...... jeebon-e to jojon biyojon thakbei...... biyojon er kothagulo nahoe mone na-i ba rakhlen... shob kichhur por-o ' baachibar shaadh' roe jae.....shei shaadh tai shombol....
nirjhar July 5, 2014 - 1:27 am
bah :)
nirjhar July 5, 2014 - 1:24 am
Bah bah :)
Add Comment