এই অবেলার বিশাল বাক্যে দাড়ি

আমার শুধু মনটা কেমন করে
বাইরে যখন একটু বৃষ্টি পড়ে
ইচ্ছে করে ভিজতে থাকি শুধু
বাদল মাখি পরান উজার করে।

রাত্রী যখন শীতের মতো নামে
বালিশটাকে জড়িয়ে শুধু রাখি
আমার কিন্তু বিষাদ গেছে মরে
তবুও ভেজা অবাক এই আঁখি।

পাশেই আছে ফোন দুটো রাখা
হাত বাড়ালেই কণ্ঠ পেতে পারি
অপেক্ষাতে চোখটা পেতে শুধু
এই অবেলার বিশাল বাক্যে দাড়ি।

তোমার আমার একটা গল্প ছিল
ছিল অনেক বৃষ্টিতে ভেজা রাত
অসময়ের ভাঙন গানের পরে
খণ্ড এখন সুখের ধারাপাত।

বৃষ্টি ঝরা, বৃষ্টি পড়া, সৃষ্টিছাড়া রাতে
ভালোই লাগছে এপাশ ওপাশ
তোমায় হাতড়াতে।

**//** ধানমন্ডি, ঢাকা।

Related posts

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

মরিবার কালে

কেমন করে হারিয়ে গেলে