1
অদ্য রজনী হবে আমার বিস্তার
অদম্য মানুষের সাথে, তুমি আমি সব একাকার
বলতে পারি না তবু, বুঝে নেই, চুপ করে, নিশ্চুপ হয়ে যাই
সর্বাঙ্গ জুড়ে মানুষের হাহাকার
আমিই রাষ্ট্র, আমিই বাংলাদেশ, আমিই সরকার।
আমাদের পতাকার মধ্যে লাল
সারাদিন কতবার এই পতাকা নিয়ে তাকিয়ে আছি
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
**//** ধানমন্ডি, ঢাকা।