বলো যদি, তবে অন্যভাবে বল
ঠিক কঠিন চোখ করে আর একবার
চোখের দৃষ্টিতে ভষ্ম করে ফেল
আমার সকল অহংকার।
ভালোবাসি বলেই তবে আমার সাজঘর
প্রতিটা ভাঁজে জমা আছে অসংখ প্রসাধন
যদি নিশ্বাস নিতে চাও, অন্য ভাবে নাও
প্রথম মৃত্যুর মতো, নিষ্পলক কিছুক্ষন
বুকে নিয়ে মমতায় আমাকে সাজাও।
Monthly Archives
May 2015
-
ঝড়ের তাণ্ডব যেমন অবাক, সবাক কিছু শুয়োপোকা ভেবে দেখে ভিতরে, অন্তর আর তারো গভীরের প্রতিটা কোষ কি বিস্ময় চারপাশ, প্রতিটা …