1
আড়াল চিনি না বাড়ালে হাত
ছায়াও চিনি না জানি
আছো হয়ে এক নতুন সূর্য
ভালোবাসা টুকু মানি…..
প্রভাতের রোদ নরম হয়ে
আনন্দে দেয় ধরা
তাকাবে না তুমি সেই ভয়ে ভয়ে
অদ্বুত প্রেমে পড়া।
আমার শক্তি আলোয় আলোয়
সবটুকু শুষে নিয়ে
উষ্ণতা দিয়ে বেঁচে থাকবই
তোমার অনেক জয়ে।