105
আমাদের বাংলাদেশের সবগুলি টিভি চ্যানেলই FTA (Free to Air)। মানে হলো যে কেউ স্যাটেলাইট ডাউনলিঙ্ক থেকে এই চ্যানেলগুলো বিনা পয়সায় দেখতে পারবে। দেশের ক্যাবল টিভি সিস্টেম এখনো এনালগ নির্ভর। ডিজিটাল পুরোপুরি হতে সময় লাগবে। আমাদের দেশের ফ্রি টিভি গুলো ইউটিউব লাইভে দিলে ক্ষতি কি? আমার মনে হয় দর্শক আরো বাড়বে। এবং উপযোগিটাও বাড়বে। প্রিয় টিভি চ্যানেল মালীক ভাইরা একটু অন্যভাবে চিন্তা করেন। যে জিনিস ফ্রিতেই দিচ্ছেন তা যদি বেশী মানুষ পায় তাহলে লাভ অনেক বেশী। আর আমরাও ঝিরঝিরে টিভি থেকে মুক্তি পাই।