13
আমার একটা দুঃখবোধ আছে,
ঝরেপরা ফুলের মত
অবাক তাকিয়ে থাকা
কি নিষ্পাপ, নিস্পলক
মৃতপ্রায় জীবনের স্বপ্নের মত;
পৃথিবীর সমস্ত ঝরে পরা স্বপ্নেরা
ঠাই নেয়, নাসার নতুন রকেট এ
স্বপ্নগুল বেঁচে থাক
অনন্ত নক্ষত্রবিথিতে
আমার একটা নক্ষত্রের কাছে
এ দুঃখবোধ লেখা থাক।