5
“আমার দুবাহু প্রসারিত করে সূর্যের মুখে মুখে
নাচ ঘুরপাক দুরন্ত এই দিন গেলে শেষে চুকে
শান্ত, ধূসর সন্ধ্যে, আহা তন্বী সে এক গাছ
রাত্রি নেমেছে আমার মতই, কালোর চলেছে নাচ৷”