5
আমার পরিচিত ডাক্তারের সংখ্যা নেহাৎ মন্দ না। এদের অনেকেই আবার রিতিমতোন ডানাকাটা পরী। দেখলেই অসুস্থ হয়ে যেতে ইচ্ছে করে। কী করছ জিজ্ঞেস করলেই বলে প্রাকটিস করছি। এমনকি বয়োজেষ্ঠ ডাক্তারদেরও একই জবাব। আমার কথ হচ্ছে ডাক্তাররা যদি চিরকাল প্রাক্টিস ই করেন তাহলে চিকিতসা করবে কবে? Simu Naser? Ashif Entaz Rabi?