134
আমার প্রাণের ‘পরে চলে গেল কে
 বসন্তের বাতাসটুকুর মতো।
 সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে–
 ফুল ফুটিয়ে গেল শত শত।
 সে চলে গেল, বলে গেল না– সে কোথায় গেল ফিরে এল না।
