171
আমার হৃদয় অদ্ভুত মেইল
যত কাছে থেকই বার্তা পাঠাও
একটা ঘুমঘরে আটকা থাকে
সেখানে জন্মায় ঘাস
বহুকালের পরিচিত নিশ্বাস
তারপর ঠিক যখন প্রয়োজন ফুরোয়
চিঠি আসে অবাক বিস্ময়ে!
শেষ কবে লিখেছ আমায়?
শেষ কবে বলেছ নিশ্চিতে
আমাদের দুজনের একটাই আকাশ?
উৎকর্ণ আমি, চারিদিকে শিরশিরে হীমেল বাতাস।
**//** ধানমন্ডি, ঢাকা।
