3
আমি মোটামুটি মানের লুতুপুতু টাইপের একটা মানুষ। অনেকের কাছে আমি সুপার খারাপ আবার কারো কাছে আমি ভাল। আমি এই খরাপ বা ভালোর মধ্যে কখনো মাথা দেই নি। তবে আমি জীবনে আসলেই উল্লেখ করার মতোন ভালো কোন কাজ করিনি। এটা আমি বলতেই পারি।
তবে গত কয়েকদিন থেকে শাহবাগকেন্দ্রিক যে কর্মকান্ড আমি করছি (যতটুকু পারছি) তা হচ্ছে আমার এ জীবনের প্রথম কোন ভালো কাজ। এ এক অদ্ভুত উত্তেজনা। এই উত্তেজনার সাথে আমার আগে পরিচয় ছিল না। জয় বাংলা।