133
এই ভূখণ্ডের প্রতিটি পথে আমরা ছিলাম
 তোমাকে খুঁজতে গিয়ে অদম্য আমি
 পাহাড়, অরণ্য কিংবা সুনীল সাগর পেরিয়ে গেছি
 ভালোবাসার সেই ছুটেচলায় তৈরি হয়েছি পথ, জনপদ;
 তোমাকে ভালোবেসেই প্রতিটি জনপদে প্রেমের ভাষ্কর্য করেছি
 পথিক আমি, চেয়ে দেখ রক্তজবার হৃদয় ছিঁড়েছি
 পুরো পৃথিবীর মানচিত্র পায়ে এঁকেছি;
 নিজেকে হারিয়ে খুঁজি
 বালিশের এক ইঞ্চি দূরে চোখ রেখে খুঁজে ফিরি তোমার সুঘ্রাণ।
**//** ধানমন্ডি, ঢাকা।

