3
এক পলকের অভাব ছিলো বলে,
বলবো বলবো ভাবতে ভাবতে
তুমি গেলে চলে;
একটু খানি চাঁদের আলো পেতে
আস্তে আস্তে চলতে চলতে
জীবনটা স্যাঁতস্যাঁতে….