2
এখন তো বৃষ্টির সময় নয়, তবু আমি জানি বৃষ্টি হবে। বৃষ্টি হলে প্রাণ খুলে কাঁদতে পারব! আহা কেন বৃষ্টি হচ্ছে না? একটা ছবি তোলার কথা ছিল বৃষ্টি’র। একটা মেয়ে পাগলের মতন বৃষ্টিতে ভিজতে থাকবে, বৃষ্টি মানবী। জীবন বড় অবাক করে সবসময়। সবচেয়ে ভাল কিছু কাজ কখনোই শেষ হয় না! তোমার ছবিটা কখনোই তোলা হবে না!