কবিতা লেখা শুরু করি ১৯৯১ সালে। আমার বয়স তখন ছিল ১১। শুরু করেছিলাম একটা ছড়া দিয়ে
“এক যে ছিল ডাইনী
তার ছেলেমেয়ে হয় নি
ছেলেমেয়ে দেখতে চেয়েও
কখনো সে পায় নি
তাই তার মনের দুঃখ
কোন দিনও যায় নি”
ইহাই আমার জীবনের প্রথম রচনা। পরবর্তী কালে গদ্য লিখেছি বিস্তর। বলতে গেলে সবই প্রেমপত্র। তাই আমার যাবতীয় গদ্যলেখার প্রতিভা সকল প্রেমিকাদের কাছে জমা হয়ে আছে। সেই সব সাহিত্য পাঠকগন আর খুঁজে পাবেন না। আসলে সমস্যা হয়ে গেল প্রথম লেখা ছাড়াতেই। কাব্যের যে আকঙ্খা তৈরি হয়েছিল, এখনো বয়ে বেড়াচ্ছি। তাই মাঝে মাঝে হুট করে ফেইসবুকে দু’এক পিস কবিতা লিখে ফেলি। বর্ষায় আর বসন্তে কবিতা না লিখলে নিজেকে আর কবি হিসেবে জাহির করার উপাত্ত থাকে না।
বাচ্চা বয়স থেকে এতো বেশী রূপকথা পড়ে ফেলেছি যে সেখান থেকে বের হওয়ার কোন উপায় নেই। বড়দের জন্য যতই চেষ্টা করছি লিখব, মাথায় শুধু রূপকথাই আসে। আমি তাই নিশ্চিত জীবনে বড় লেখক মানে বড়দের লেখক হওয়া হবে না। একটা ছোটলোক লেখালিখি করলে সে ছোট লেখক’ই হবে – এটা বলে দেয়ার কোন অবকাশ নেই।
যাই হোক, বইমেলা শেষ। ইচ্ছে করে মেলাতে কোন বই বের হয় নি। এখন বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। শুভ রাত্রী।
**//** ধানমন্ডি, ঢাকা।